কেন ম্যাগাজিন পড়া?- ব্যস্ততার কারনে নিয়মিত সব সাইটে ঢুঁ মারা হয়না। নেটদুনিয়ার সমুদ্রবিশাল তথ্যসাগরে ডুব দিয়ে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিষপত্র খোঁজার ঝামেলায় না গিয়ে গুরুত্বপূর্ন খবরগুলো ছোট পরিসরে মাসিক ম্যাগাজিনে পেয়ে যাই আর যে কোন ব্লগসাইটের তুলনায় ম্যাগাজিনে তথ্যগুলো খুব গুছিয়ে সাজানো থাকে।
PC WORLD কেন পড়ি?- আমার সবচেয়ে প্রিয় ম্যাগাজিন। আগে ১০০টাকা খরচ করে কিনে পড়তাম, এখন মাগনা পড়ি ভাল লাগার মূল কারন পিসি ওয়ার্ল্ড খুবই সহজসরল ভাষায় লেখা। হার্ডওয়্যার আর সফটওয়্যার বেঞ্ছমার্কিং আর রিভিউগুলো মোটামুটিভাবে বিশ্বাসযোগ্য (১০০% বিশ্বাসযোগ্যতা বলে কি কিছু আছে?) ।
একটা সংখ্যা পড়ে দেখতে পারেন। ভাল লাগবে
PC WORLD কেন পড়ি?- আমার সবচেয়ে প্রিয় ম্যাগাজিন। আগে ১০০টাকা খরচ করে কিনে পড়তাম, এখন মাগনা পড়ি ভাল লাগার মূল কারন পিসি ওয়ার্ল্ড খুবই সহজসরল ভাষায় লেখা। হার্ডওয়্যার আর সফটওয়্যার বেঞ্ছমার্কিং আর রিভিউগুলো মোটামুটিভাবে বিশ্বাসযোগ্য (১০০% বিশ্বাসযোগ্যতা বলে কি কিছু আছে?) ।
ডাউনলোড লিঙ্ক
আর টুকটাক টিপসগুলো বেশ ভালই কাজে দেয়।একটা সংখ্যা পড়ে দেখতে পারেন। ভাল লাগবে
1 মন্তব্য:
মুক্তিযুদ্ধে সিলেটের ভুমিকা বইটি ডাউনলোড করতে চাই। পারছি না। কিভাবে সম্ভব ?
একটি মন্তব্য পোস্ট করুন