এই সফটওয়্যার টি দিয়ে আপনি খুব সহজ ভাবে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এ থাকা লেখা গুলোকে পিডিএফ করতে পাড়বেন। আপনি যদি নরমালি খুব সহজ ভাবে ইবুক তৈরি করতে চান তবে আমি এই সফটওয়্যার টিই আপনার জন্য বেষ্ট হবে বলবো। Pdf তৈরি করার জন্য তাই আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন পড়বে। সফটওয়্যার টির নাম dopdf। সফটওয়্যার টি এই সাইট থেকে নামিয়ে সঠিক ভাবে সেটআপ করে নিন। কাজ শেষ হলে ওয়ার্ড এ গিয়ে কিছু লিখুন এবং লেখা শেষে প্রিন্টের মাঝে ক্লিক করুন প্রিন্টে ক্লিক করার পর এরকম একটি স্ক্রীন আসবে। আপনি কোথায় এটি সংরক্ষণ করতে চান ঠিক করে দিয়ে ওকে প্রেস করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন আমি Pdf টি মাই ডকুমেন্ট এ সংরক্ষণ করেছিলাম। দেখতেই পাচ্ছেন ওয়ার্ড টি এখন Pdf এ রূপান্তর হয়ে গিয়েছে। আসলে এর থেকে সহজ ভাবে Pdf করার সফটওয়্যার কক্ষনো পাইনি। কোন ইবুক বানাতে গেলে হয়তো ডিজাইন এবং ইত্যাদির প্রয়োজন পরে কিন্তু যখন কোন পোষ্ট পছন্দ হয় বা কাউকে দিতে হয় তখন এভাবে খুব দ্রুত তা ইবুক আকারে সংরক্ষণ করা যায়
অনেকের কাছেই সফটওয়্যার টি আছে কিন্তু সবার কাছে নেই। যাদের কাছে নেই তাদের জন্যই সফটওয়্যার টি শেয়ার করলাম এখন
1 মন্তব্য:
এটি ভালো কাজ করে। ধন্যবাদ আপনাকে। সময় হলে ঘুরে আসুন http://www.amarbanglapost.com/ থেকে। বাংলা ভাষায় সেরা শিক্ষামূলক সাইট।
একটি মন্তব্য পোস্ট করুন